ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিজয়ের মাস

৩ ডিসেম্বর: মুক্তিযুদ্ধের চূড়ান্ত অধ্যায়ের সূচনা

৩ ডিসেম্বর: মুক্তিযুদ্ধের চূড়ান্ত অধ্যায়ের সূচনা

আজ ৩ ডিসেম্বর—১৯৭১ সালের এ দিন মুক্তিযুদ্ধ চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করে। এদিন পাকিস্তান হঠাৎ করে ভারতের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। এর পরপরই ভারত ও বাংলাদেশ যৌথভাবে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা বিমান হামলা শুরু করে। ফলে যুদ্ধ সর্বাত্মক রূপ পায়।

৩ ডিসেম্বর ছিল শুক্রবার। সকালে কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বিশাল জনসভায় ভাষণ দিচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ঠিক সেই সময় পাকিস্তানের বিমানবাহিনী ভারতের বিভিন্ন বিমানঘাঁটিতে হামলা শুরু করলে তিনি জরুরি ভিত্তিতে দিল্লি ফিরে যান। ভারতজুড়ে জারি হয় জরুরি অবস্থা এবং ঘোষণা করা হয় বাংলাদেশ–ভারত যৌথ কমান্ড।

তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানায়—বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদে যেকোনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তারা ভেটো দেবে। অন্যদিকে ভারতীয় সশস্ত্রবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত মিত্রবাহিনীর আক্রমণে দ্রুত কোণঠাসা হয়ে পড়ে পাক হানাদার বাহিনী।

৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বরগুনা শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় বরগুনার বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী ভয়াবহ নারী নির্যাতন ও গণহত্যা চালায়। এদিন মুক্তিযোদ্ধারা নোয়াখালীর মাইজদি, সোনাইমুড়ি এবং কুমিল্লার মিয়াবাজার দখল করে নেন। বিজয়ের পথে এটি ছিল বাঙালির আরেকটি বড় অগ্রযাত্রা।

বিজয়ের মাস,৩ ডিসেম্বর,মুক্তিযুদ্ধ,অধ্যায়,সর্বাত্মক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত