ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পোস্টাল ভোট: প্রবাসীদের নিবন্ধন আড়াই লাখ ছাড়াল 

পোস্টাল ভোট: প্রবাসীদের নিবন্ধন আড়াই লাখ ছাড়াল 

পোস্টাল ব্যালটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন আড়াই লাখ ছাড়িয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ২ লাখ ৫০ হাজার ৭৮ জন প্রবাসী, যা প্রতি মুহূর্তে বাড়ছে।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ইত্যাদি।

এদিকে নির্বাচনী কর্মীদের পোস্টাল ভোট নিবন্ধন নিয়ে ইসির এক বার্তায় বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে পরামর্শ দেওয়া হয়েছে।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করা হয়। এখনো যারা এই অ্যাপে নিবন্ধন করেননি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। আর যারা দেশে আছেন, তাদেরকে প্রবাসে বসবাসরত তাদের নিকটজনকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে, ভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে আহ্বান জানিয়েছে ইসি।

ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের নিজ নিজ দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে, প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পোস্টাল ভোট,প্রবাসী বাংলাদেশি,ভোটার,নিবন্ধন,নির্বাচন কমিশন,পোস্টাল ভোট বিডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত