ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এসময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন রয়েছে।

এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন রয়েছেন। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।

এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৩৭ দশমিক ৬ শতাংশ নারী এবং ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ রয়েছেন। এছাড়াও, এখন পর্যন্ত ডেঙ্গুতে নিহতদের মধ্যে ৪৭ দশমিক ৬ শতাংশ নারী এবং ৫২ দশমিক ৪ শতাংশ পুরুষ রয়েছেন।

ডেঙ্গু,মৃত্যু,ভর্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত