ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, ঢাকায় চুক্তি সই

বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, ঢাকায় চুক্তি সই

বাংলাদেশ বিমান বাহিনী অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ কেনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। ইতালির প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ–র সঙ্গে একটি ‘লেটার অফ ইনটেন্ট’ (প্রাথমিক সম্মতিপত্র) সই করেছে বাংলাদেশ। বিমান বাহিনীকে আধুনিক ও আরও শক্তিশালী করার অভিযাত্রায় এটি একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার বিমান বাহিনী সদর দপ্তরে এই সম্মতিপত্র স্বাক্ষর হয়। বিমান বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন বিমানগুলো বাংলাদেশে আসবে এবং বিমান বাহিনীর মূল বা ‘ফ্রন্টলাইন ফ্লিট’-এ যুক্ত হবে। নতুন প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধবিমান বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনায় সক্ষম হওয়ায় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে বলে মনে করা হচ্ছে।

এদিকে দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়নের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধবিমান সংগ্রহের প্রক্রিয়া কিছুদিন ধরেই চলছে। গত এপ্রিল মাসে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন বিমান বাহিনী প্রধান।

সে সময় চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছিল এবং প্রকল্পের বাজেট ধরা হয়েছিল ২.২ বিলিয়ন ডলার।

‘ওয়ারপাওয়ারবাংলাদেশ ডট কম’-এর তথ্যমতে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে ২১২টি আকাশযান রয়েছে, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান। ধারণা করা হচ্ছে, ইউরোফাইটার টাইফুন যুক্ত হলে বহরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

ঢাকায় চুক্তি সই,ইউরোফাইটার টাইফুন,বিমান বাহিনীতে যুক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত