অনলাইন সংস্করণ
১৯:১৩, ১৫ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ ডিসেম্বর বিএমইউ ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
বিএমইউর বি ব্লকের শহীদ ডা. মিলন হলের সম্মুখ প্রাঙ্গণে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।
এছাড়া পরিচালক (হাসপাতাল) অফিসের উদ্যোগে বিএমইউ এর টিএসসিতে নিম, লেবু, কাঁঠালসহ ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষরোপণ করা হয়।
এসব কর্মসূচীতে বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. ইরতেকা রহমান, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাছের, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ডা. নাহিদ সুলতানা, উপ-রেজিস্ট্রার মো. ইয়াহিয়া খাঁন, কর্মকর্তা মো. ইলিয়াস খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।