
২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজ-২০২৬ এর ক্ষেত্রে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। তবে হজ প্যাকেজ ও গাইডলাইন অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজ মূল্যের সম্পূর্ণ অর্থ পরিশোধ করা বাধ্যতামূলক।
হজ-১ শাখা থেকে জারিকৃত পত্রে উল্লেখ করা হয়, যেসব হজযাত্রী এখনো নির্বাচিত প্যাকেজের পুরো অর্থ জমা দেননি, তাদের অবশ্যই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট টাকা পরিশোধ নিশ্চিত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়তে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।