
শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ পালনের পর চার দফা দাবির সাথে সারাদেশের শিক্ষার্থীদের আগামীকাল সোমবার দুপুর ২টায় শাহবাগে আসার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা দুইটার পর থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করে সংগঠনটি। পরে রাত দশটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম, রংপুরে অবরোধ কর্মসূচি পালন করা হয়। রাত আটটার দিকে সারাদেশে অবরোধ তুলে নেওয়া হয়।
রোববার রাত দশটায় শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমী ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলেজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোর হবে।’
শাহবাগের কর্মসূচিতে নতুন করে চারদফা দাবি জানানো হয়, হাদি হত্যার সঙ্গে জড়িত সবার ২৪ দিনের মধ্যে বিচার করা, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করা, পতিত শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেওয়া, সিভিল-মিলিটারির আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করা।
এর আগে শনিবার রাতে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আবা/এসআর/২৫