অনলাইন সংস্করণ
১০:৪৩, ০৬ জানুয়ারি, ২০২৬
নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন কর্নেল মেছবাহুল আলম সেলিম। এ লক্ষ্যে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা কর্নেল মো. তানভির হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।