ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ৫ম দিনের আপিল শুনানি চলছে

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ৫ম দিনের আপিল শুনানি চলছে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের শুনানি আজ পঞ্চম দিনের মতো শুরু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

ইসি সূত্রে জানা গেছে, আজ ২৮১ থেকে ৩৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এসব শুনানিতে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

এর আগে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত শুনানিতে ৭০টি আপিলের মধ্যে ৫৩টি মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর করা হয়।

গত ১০ জানুয়ারি আপিল শুনানি শুরুর পর গত চার দিনে মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে সোমবার ইসি ৪১টি আপিল আবেদন মঞ্জুর করেছিল।

এ পর্যন্ত আপিল শুনানিতে ২৪টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। এই আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি নির্বাচনি আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,মনোনয়নপত্র,নির্বাচন কমিশন,আপিল শুনানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত