ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বরিশাল, রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি

বরিশাল, রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি

বরিশাল, রংপুর ও ময়মনসিংহ নগরের জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার। গত ১২ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’–এ প্রদত্ত ক্ষমতাবলে এসব উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর বরিশাল, রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে অধ্যাদেশ জারি করা হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, এসব উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় সংশ্লিষ্ট নগর ও সন্নিহিত এলাকায় পরিকল্পিত আধুনিক নগর গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

এই তিনটি নতুন কর্তৃপক্ষ গঠনের ফলে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯টিতে। বর্তমানে দেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, গাজীপুর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করছে।

উন্নয়ন কর্তৃপক্ষ,বরিশাল,রংপুর,ময়মনসিংহ,নগর উন্নয়ন কর্তৃপক্ষ,অধ্যাদেশ,প্রজ্ঞাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত