ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নতুন ভাড়া নির্দেশিকা

বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নতুন ভাড়া নির্দেশিকা

বাড়িভাড়া নির্ধারণ ও বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের অধিকার সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার তারিখ থেকে দুই বছরের মধ্যে বাড়িভাড়া বৃদ্ধি করা যাবে না। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন-জুলাই মাসে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনা জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।

নির্দেশনায় বলা হয়েছে, দুই বছরের মেয়াদ শেষ হলে মানসম্মত বা দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ভাড়া পরিবর্তন করা যাবে। নির্দিষ্ট সময় ভাড়াটিয়া ভাড়া প্রদান করতে ব্যর্থ হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে মৌখিকভাবে সতর্ক করবেন এবং নিয়মিত ভাড়া প্রদানের জন্য তাগাদা দেবেন। তাতেও কাজ না হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে সব বকেয়া প্রদান করে দুই মাসের মধ্যে বাড়ি ছাড়ার জন্য লিখিত সতর্কতামূলক নোটিশ প্রদান করবেন এবং ভাড়াটিয়ার সঙ্গে পূর্বে স্বাক্ষরিত চুক্তি বাতিল করে উচ্ছেদ করতে পারবেন।

আবাসিক ভবনের ক্ষেত্রে দুই মাসের নোটিশের মাধ্যমে উভয় পক্ষই ভাড়া চুক্তি বাতিল করতে পারবে।

ডিএনসিসি আরও জানিয়েছে, মানসম্মত ভাড়া নির্ধারণ করা ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়িভাড়ার বাজারমূল্যের শতকরা ১৫ ভাগের বেশি হবে না। বাড়িওয়ালার সঙ্গে লিখিত চুক্তিতে কী কী শর্তে ভাড়া দেওয়া হলো এবং করণীয় কী, সেসব নির্দিষ্ট করে দিতে হবে। চুক্তিপত্রে ভাড়া বাড়ানো, অগ্রিম জমা ও কখন বাড়ি ছাড়বেন তা অবশ্যই উল্লেখ থাকতে হবে। এছাড়া, ভাড়া নেওয়ার সময় ১–৩ মাসের বেশি অগ্রিম গ্রহণ করা যাবে না।

সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সমিতি গঠন করতে হবে। উভয়পক্ষের প্রতিনিধিরা স্থানীয় ওয়ার্ড পর্যায়ে ভাড়ার বিবাদের সালিশে অংশগ্রহণ করবেন। যে কোনো সমস্যা ওয়ার্ড বা জোন ভিত্তিক বাড়িওয়ালা সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতির আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যদি সমাধান না হয়, পরে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে জানাতে হবে।

ডিএনসিসি জানিয়েছে, ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ নিয়ন্ত্রকের পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রদত্ত নির্দেশিকা ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের চলতে হবে। এ বিষয়ে সচেতন করা, এ ব্যাপারে কোনো জটিলতার সৃষ্টি হলে সিটি করপোরেশনের জোন ভিত্তিক মতবিনিময় ও আলোচনা সভা করা হবে।

বাড়িভাড়া,বাড়িওয়ালা,ভাড়াটিয়া,নির্দেশনা,ডিএনসিসি,ঢাকা উত্তর সিটি করপোরেশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত