ঢাকা বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আলাপ-আলোচনা হলে ভুল-ত্রুটি সমাধান করা সম্ভব : সিইসি

আলাপ-আলোচনা হলে ভুল-ত্রুটি সমাধান করা সম্ভব : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি। যেকোনো নতুন উদ্যোগে ভুল ত্রুটি হতে পারে, তবে আলাপ আলোচনা হলে তা সমাধান করা সম্ভব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বিফ্রিংয়ের সময় এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, এআই নিয়ে শঙ্কা ছিল প্রথম থেকেই, এটা মোকাবিলায় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয় তুলে ধরে সাংবাদিকদের প্রশংসা করে নাসির উদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা (সাংবাদিকরা) পাশে আছেন বলেই মানুষ সঠিক তথ্য পাচ্ছে।

পোস্টাল ব্যালটে ভোট দেয়ার বিষয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছেন তারা সরাসরি কথা বলতে পেরেছেন প্রকল্প প্রধান ও পরিচালকের সঙ্গে। ১২২টা দেশ থেকে নিবন্ধন করেছেন প্রবাসীরা। এক এক দেশের পোস্টাল ভোটের সিস্টেম এক এক রকম। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের টিম কাজ করেছে। পোস্টাল ভোট সাকসেসফুলি করতে পারলে পৃথিবীতে স্মরনীয় হয়ে থাকবে বাংলাদেশের নাম।

আবা/এসআর/২৫

সিইসি,অজানা এরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত