ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নেত্রীকে স্বাগত জানাতে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

নেত্রীকে স্বাগত জানাতে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আজ। প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সড়কপথের ভোগান্তি এড়াতে দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রেনযোগে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।

জানা গেছে, বিশেষ রাজকীয় বিমানে (অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

ঢাকা অভিমুখে প্রায় প্রতিটি ট্রেনেই কমবেশি আছেন বিএনপি নেতাকর্মীরা। অধিকাংশই নামছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে।

সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ দক্ষিণ যুবদল নেতা দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী আসেন ঢাকায়। কমিউটার ট্রেন থেকে নেমেই স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে, বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণের মধ্যেও বিরাজ করছে উচ্ছ্বাস। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আবা/এসআর/২৫

বিএনপি,ঢাকা,ট্রেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত