ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পরিবেশ ঠান্ডা রাখতে সমাবেশস্থলে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন

পরিবেশ ঠান্ডা রাখতে সমাবেশস্থলে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণসমাবেশ।

শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ সমাবেশ শুরু হয়।

তবে প্রচণ্ড রোদের মধ্যে সমাবেশস্থল ক্রমেই গরম ও অস্বস্তিকর হয়ে উঠতে থাকে। এমন অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি স্প্রে-ক্যানন গাড়ির মাধ্যমে সমাবেশস্থলে পানি ছিটানো শুরু হয়। এই কার্যক্রম চলাকালীন সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

এসময় সমাবেশে উপস্থিত বিক্ষোভকারীরা সিটি করপোরেশনের এই সহায়তাকে স্বাগত জানান।

তারা বলেন, প্রশাসন তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করছে, এটি তার একটি ইতিবাচক উদাহরণ।

সমাবেশ,পানি,সিটি করপোরেশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত