ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাকসু নির্বাচনে খসড়া তালিকায় বৈধ প্রার্থী ২৫৬ জন

জাকসু নির্বাচনে খসড়া তালিকায় বৈধ প্রার্থী ২৫৬ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

খসড়া তালিকা অনুযায়ী, এবার ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৭ জনসহ মোট ২৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত ২১ আগস্ট ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। ওইদিন পর্যন্ত মোট ২৭৬ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন। পরে যাচাই-বাছাই শেষে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে কমিশন।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম জানান, বাতিল হওয়া প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন। আগামীকাল এসব আপিলের শুনানি ও রায় দেওয়া হবে। এর পরবর্তী ধাপে আগামী ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচার-প্রচারণা।

উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রার্থী ২৫৬ জন,খসড়া তালিকা,জাকসু নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত