অনলাইন সংস্করণ
২১:৪৪, ২৮ আগস্ট, ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর বিএনপি খুশি প্রকাশ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে জানান, রোডম্যাপ ঘোষণার পর তারা আশাবাদী। তিনি বলেন, ঘোষিত রোডম্যাপ থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, রোডম্যাপ জনগণের জন্য সুসংবাদ হিসেবে কাজ করবে।
এ বিষয়ে বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোডম্যাপ ঘোষণার মাধ্যমে মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে। নির্বাচনের পর দেশে একটি নির্বাচিত সরকার গঠন হবে, যা জনগণের কাছে জবাবদিহি ও দায়বদ্ধ থাকবে।
নির্বাচনের রোডম্যাপে প্রধানত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অংশগ্রহণকারীদের সঙ্গে সংলাপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ভোটের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, ব্রিফিং, মুদ্রণ ও বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, সমন্বয় সেল গঠন, আন্তঃমন্ত্রণালয় বৈঠক এবং নির্বাচনী প্রচারণার পরিকল্পনাও এতে রয়েছে।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পরিবেশ অনুকূল থাকলে জনগণ ভোটে অংশগ্রহণ করবে এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠন হবে। বিএনপি নেতারা মনে করছেন, রোডম্যাপ ঘোষণার মাধ্যমে দেশের জনগণও নির্বাচনমুখী হয়ে উঠেছে। নির্বাচনের রোডম্যাপ কার্যকর হলে দেশের অর্থনীতি ও দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন।