অনলাইন সংস্করণ
১৩:১১, ৩০ আগস্ট, ২০২৫
গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৩০ আগস্ট) বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জামায়াত।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদী এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম।