অনলাইন সংস্করণ
১৪:২৮, ৩১ আগস্ট, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ রোববার পৃথক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জামায়াত, সন্ধ্যা ৬টায় এনসিপি ও সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
এদিন বিকাল ৩টায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা ছিল। একই সময়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় বৈঠকের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছেন সাড়ে ৪টায়। আমরা চার সদস্যের প্রতিনিধি দল যাব।
ডা. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের থাকবেন– দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
অন্যদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় বসবেন প্রধান উপদেষ্টা।
প্রতিনিধি দলে থাকবেন– এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।