ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফজলুর রহমান আসলে আওয়ামী লীগার: ছাত্রদল নেতা হামীম

ফজলুর রহমান আসলে আওয়ামী লীগার: ছাত্রদল নেতা হামীম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ও কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভির বারী হামীম এবার বিএনপি নেতা ফজলুর রহমানকে নিয়ে সরব হয়েছেন।

সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ।’

হামীম অভিযোগ করেন, সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান বিএনপিতে যোগ দেওয়ার পর একাধিকবার এমপিও হয়েছেন। তবে এর আগে তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। তবুও তিনি ৫ আগস্টকে ‘কালো শক্তি’ বলে মন্তব্য করেছেন, যা জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করার শামিল।

ছাত্রদল নেতা হামীম বলেন, ফজলুর রহমান তার রাজনৈতিক চরিত্রের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি আওয়ামী লীগার। বিএনপি তাকে শোকজ করেছে জেনে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দাবি জানান, তাকে যেন বহিষ্কার পর্যন্ত করা হয়।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা ফজলুর রহমানকে দল থেকে শোকজ করা হয়েছিল।

ছাত্রদল নেতা হামীম,আওয়ামী লীগার,ফজলুর রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত