ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে: রাশেদ খাঁন

নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে: রাশেদ খাঁন

হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নন। তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রাশেদ খাঁন বলেন, নুরুল হক নুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক থেকে এখনও রক্ত পড়ছে এবং নাক বাঁকা হয়ে গেছে। মাথায় আঘাত, হাঁটতে পারছেন না এবং মুখ হা-ও করতে পারছেন না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে।

পরিবেশ উপদেষ্টা ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন নুরকে বিদেশ নেওয়ার ব্যাপারে। তার শারীরিক অবস্থা আগের মতোই শঙ্কাজনক।

রাশেদ খাঁন আরও বলেন, নুরল হক এখনো প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। আমরা তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়ার দাবি জানিয়েছি। এক সপ্তাহের মধ্যে যদি তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়, তখন তাকে বিদেশে পাঠানো হতে পারে।

রাশেদ খাঁন,সুস্থ দেখানোর পরিকল্পনা,নুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত