অনলাইন সংস্করণ
২১:৩১, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
রবিবার (৭ সেপ্টেম্বর) মতিঝিল পূর্ব থানা জামায়াতের উদ্যোগে কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হেলাল বলেন, অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তারা তরুণ প্রজন্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তাদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে বিপথগামী করার ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেন, জাতি কোনো দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে মেনে নেবে না। নতুন বাংলাদেশ গড়তে দরকার আল্লাহভীরু নেতৃত্ব।
তিনি আরও বলেন, অতীতে ক্ষমতাসীনরা শিক্ষাকে দলীয়করণ করেছে। তাদের শিক্ষানীতিকে তিনি ‘কুশিক্ষা নীতি’ আখ্যা দিয়ে বলেন, সমাজে নৈতিকতার অবক্ষয় রোধে ইসলামী নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিঝিল পূর্ব থানা আমীর নুর উদ্দিন। এসময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ স্থানীয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।