ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পক্ষপাতদুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন: জিএস প্রার্থী ফরহাদ

পক্ষপাতদুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন: জিএস প্রার্থী ফরহাদ

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ।

তিনি বলেন, নির্বাচনে বেশ কয়েকটি ব্যত্যয় হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না। তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার পরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ডাকসু নির্বাচনের ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

এস এম ফরহাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে, ইউল্যাব স্কুল অ্যান্ড কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে এক্সেস দেওয়া হয়েছে। এ রকম অভিযোগ তারা দিয়েছে। এটি খুবই কনসার্নের জায়গা।

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী বলেন, প্রশাসনের এ ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতমূলক। প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়া দরকার ছিল, সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা খুবই দুঃখজনক।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে উৎসব-উচ্ছ্বাসে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এদের মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। অন্যান্য বছরের তুলনায় এবার ব্যালটের আকার বেড়েছে। ডাকসু নির্বাচনে ব্যবহৃত হবে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদ নির্বাচনের জন্য থাকছে এক পৃষ্ঠার ব্যালট।

জিএস প্রার্থী,এস এম ফরহাদ,ডাকসু নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত