অনলাইন সংস্করণ
১৯:০৮, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় প্রশাসন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে মধুর ক্যান্টিনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সকাল থেকে আমরা ভোটকেন্দ্রগুলিতে ঘুরেছি। বিভিন্ন কেন্দ্রে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। আমি প্রার্থী হলেও অনেক কেন্দ্রেই ঢুকতে দেওয়া হয়নি। আচরণবিধিতে অনুমতি থাকা সত্ত্বেও বাধা দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, যা আমাদের সময় নষ্ট করেছে।’
আবিদুল ইসলাম আরও অভিযোগ করেন, ক্যাম্পাসে বিভিন্ন বহিরাগত ব্যক্তি ঘুরে বেড়াচ্ছিলেন। ‘কেউ বলছে, আমি পাশের এলাকার নেতা। আমি দেখেছি জামায়াতের অনেক নেতা সারাদিন ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। একই সময়ে আমাদের কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট দেয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, অথচ নিরাপত্তা পাসের নামে বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই বরদাশতযোগ্য নয়।’
সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদও উপস্থিত ছিলেন।