ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গণেশের আচরণকে ‘বেয়াদবি’ বললেন সার্জিস আলম

গণেশের আচরণকে ‘বেয়াদবি’ বললেন সার্জিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের আচরণকে রীতিমতো ‘বেয়াদবি’ হিসেবে আখ্যায়িত করেছেন সার্জিস আলম। তিনি বলেন, ‘যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নেই।’

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই-তুকারির স্বরে টেবিল চাপড়াতে পারে— তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার। ধিক্কার জানাই।’

সার্জিস আলম বলেন, কোনো বিষয়ে যৌক্তিক আপত্তি থাকলে সেটি সমাধানের জন্য নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত-শিবিরের কর্মীদের অবস্থান এবং পরে বিএনপি-ছাত্রদলের অবস্থানকেও তিনি উসকানিমূলক উল্লেখ করেন।

সার্জিস আলম,‘বেয়াদবি’ বললেন,গণেশের আচরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত