ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রশিবির ডাকসু জিতেছে: মির্জা আব্বাস

আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রশিবির ডাকসু জিতেছে: মির্জা আব্বাস

চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ মরহুম আবদুল্লাহ আল নোমানের শোক সভায় বক্তব্য রাখার সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের জয় নিশ্চিত করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের দি কিং অব চিটাগাংয়ে উক্ত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোথা থেকে এলো। এটাকে দেশে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছি। আমরা দেখেছি, বিভিন্ন দল যখন একত্রিত হন, তখন জামায়াতে ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন, ‘ভাই খেয়াল রাইখেন, আওয়ামী লীগ যেন আর কোনোদিন আসতে না পারে।’ সেভাবেই তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়েছে।”

মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনের ফল থেকে শিক্ষা নেওয়া উচিত। এটি ডাকসু ইঞ্জিনিয়ারিং নির্বাচন, যা ২০০৮ সালের মতো হয়েছে। তিনি উল্লেখ করেন, ছাত্রলীগের মুনাফিকি প্রক্রিয়ার কারণে ২০০৮ সালে নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারেননি, এবং কয়েকজন জামায়াতে ইসলামের নেতার ফাঁসির ঘটনা ঘটেছিল।

মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, নোমান ভাই শ্রমিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন এবং তার সঙ্গে বিভিন্ন এলাকায় কাজ করার সুযোগ পেয়েছিলেন। নোমান ভাইয়ের মতো একজন রাজনৈতিক সহকর্মী পাওয়া এখন কঠিন হলেও তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও মন্তব্য করেন, বিএনপি, দেশ ও দেশের বিরুদ্ধে দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশে বিএনপিই একটি মাত্র দল, যার হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষমতা রয়েছে। তবে আওয়ামী লীগ ও জামাতের মিলিত কর্মকাণ্ডের কারণে সব দোষ বিএনপির উপর চাপানো হচ্ছে।’

শোক সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির অন্যান্য ঊর্ধ্বতন নেতা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

মির্জা আব্বাস,ছাত্রশিবির ডাকসু,আ.লীগের সঙ্গে আঁতাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত