ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাকসু নির্বাচন

ব্যালট ছাপানোর কোম্পানি ‍নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

ব্যালট ছাপানোর কোম্পানি ‍নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর কোম্পানি ‍নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে ব্যালট ও ওএমআর মেশিন কিনেছে প্রশাসন। ওই প্রতিষ্ঠানের ব্যালট পেপারেই এখন ভোট হচ্ছে। তিনি এতে কারচুপির আশঙ্কা করছেন।

অপরদিকে, এসব ব্যালট ও ওএমআর মেশিন রাজধানীর কারওয়ান বাজারস্থ বিএনপি সমর্থিত মালিকের একটি প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বলে জানান ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। এসময় ওই মালিকের বিএনপি নিয়ে করা ফেসবুক পোস্ট দেখান তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে প্রমাণসহ এ তথ্য তুলে ধরেন মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের যে ব্যালট তা কেনা হয়েছে জামায়াত সমর্থিত মালিকের প্রতিষ্ঠান থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। অথচ এইচআর সফটবিডি নামের প্রতিষ্ঠানের সিইও রোকমনুর জামান রনি বিএনপি সমর্থক। তার ফেসবুক আইডিতে গেলে বিষয়টি ক্লিয়ার হবে। তিনি বিএনপি চেয়ারপারসর খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের সঙ্গে ছবি দিয়ে নানান সময় পোস্ট দিয়েছেন। জামায়াতবিরোধী পোস্টও তার আইডিতে দেখা যায়।

তিনি বলেন, ওএমআর মেশিন কোন প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে সেটি কোনো বিষয় নয়। এ মেশিনে কোনো ত্রুটি আছে কি না সেটা দেখার বিষয়। আমরা যদি বলি আমাদের ভিসি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন। তাই বলে কী গোটা বিশ্ববিদ্যালয় বিএনপির হয়ে গেছে?

এছাড়াও তিনি ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে কেন্দ্র দখল, মব সৃষ্টি ও দায় চাপানোর অভিযোগ করেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১০টি হল ছাত্রীদের জন্য এবং ১১টি হল ছাত্রদের জন্য নির্ধারিত।

জাকসু নির্বাচন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,ছাত্রদল,ছাত্রশিবির,ব্যালট পেপার,কোম্পানি ‍
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত