ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচন হবে: জামায়াত

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচন হবে: জামায়াত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের পাঁচটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে জামায়াতের একটি সুস্পষ্ট প্রস্তাব রয়েছে, যা প্রায়শই কার্যকর হলে আগামী ফেব্রুয়ারির নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা চলাকালীন লাঞ্চ বিরতিতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনজীবী শিশির মনির বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশকে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে প্রাধান্য দেওয়া হলে আগামী নির্বাচনের পথে কোনো বাধা থাকবে না।

তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্ট জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ইতিমধ্যেই ঘটেছে এবং সেটি কার্যকর করার জন্য আলোচনা চলছে।

শিশির মনির ব্যাখ্যা করেন, গণঅভ্যুত্থানের পর সরকারের সাংবিধানিক ব্যবস্থা অনুপলব্ধ থাকায় সংবিধানের ১৫৩ অনুচ্ছেদের মধ্যে ৫৭টি অনুচ্ছেদ অকার্যকর হয়ে গেছে। এজন্য বিশেষ সাংবিধানিক আদেশ জারি করার প্রয়োজন রয়েছে, যাতে ৫ আগস্ট থেকে কার্যকর জনগণের ইচ্ছাকে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আইন হিসেবে প্রাধান্য দেওয়া যায়।

ডা. তাহের জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিকল্প হিসেবে গণভোটের প্রস্তাব নেওয়া হবে।

জামায়াত,ফেব্রুয়ারির নির্বাচন,জুলাই সনদের ভিত্তিতে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত