ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডাকসু নির্বাচনকে ভুলভাবে মাপছে বিএনপি-বামপন্থীরা: ব্যারিস্টার ফুয়াদ

ডাকসু নির্বাচনকে ভুলভাবে মাপছে বিএনপি-বামপন্থীরা: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘যেভাবে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানকে বুঝতে পারছে না, ঠিক সেভাবেই বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী ও বামবলয়ের মানুষ ডাকসু নির্বাচনকে বুঝতে পারছে না।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যারা বলছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া কোনো ইনক্লুসিভ নির্বাচন সম্ভব নয়—ডাকসু নির্বাচন ইতোমধ্যেই সেটাকে ভুল প্রমাণ করেছে।’

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির জন্য একটি নতুন নির্বাচনী ব্যাকরণ হাতে তুলে দিয়েছে। একে যদি আমরা ৯১, ৯৬ বা ২০০১ সালের মেট্রিক্স দিয়ে মাপতে যাই, তবে ভুল করব। এটিই হবে আগামী দিনের জাতীয় ও স্থানীয় নির্বাচনের ভিত্তি।’

দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ এখনও শান্ত হয়নি, বরং প্রচণ্ড অশান্ত। আমরা যেন আগ্নেয়গিরির ওপর বাস করছি। যদি কেউ মনে করে ফেব্রুয়ারির পরে বাংলাদেশ সুইজারল্যান্ড হয়ে যাবে, তবে সেটা ভুল ধারণা। যেকোনো সময় এখানে নেপাল, শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ বিষয়টি সব রাজনৈতিক দলের মাথায় রাখা জরুরি।’

এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখা আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার ফুয়াদ,বিএনপি-বামপন্থী,ভুলভাবে মাপছে,ডাকসু নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত