ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

গাজায় গণহত্যার সঙ্গে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। সবশেষ কাতারের রাজধানী দোহায় হামাস কার্যালয়ে বিমান হামলায় কাতার ও ফিলিস্তিনের কয়েকজন নাগরিক প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় তিনি ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে। কিন্তু ইসরাইলের বর্বরোচিত হামলা ও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অস্বীকার করছে। এটি নিছক গণহত্যা নয়, বরং পরিকল্পিত জাতিগত নিধন।’

তিনি আরও বলেন, ‘অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত। বর্তমান ইসরাইলি সরকারের আচরণ পুরো অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে। আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় যেন ইসরাইলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে। একইসাথে, আন্তর্জাতিক বিচার আদালত যেন গাজায় ইসরাইলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে দ্রুত রায় ঘোষণা করে।”

ইসরাইলের সাম্প্রতিক হামলার ফলে গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে অসংখ্য নাগরিক নিহত ও আহত হয়েছেন। কাতারের রাজধানী দোহায় হামলার সময় হামাসের নেতারা গাজায় যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।

তারেক রহমান,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন,মধ্যপ্রাচ্যে বাংলাদেশি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত