অনলাইন সংস্করণ
১৫:৪১, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহ্সচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভেতর থেকে একটি মহল পরিকল্পিতভাবে ডাকসু ও জাকসু নির্বাচন প্রভাবিত করেছে। জালিয়াতি না বললেও...এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংঠনকে বিজয়ী করা যায়।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এসব বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হয়েছে একটি বেসরকারি প্রেসে, যার মালিক একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ। সরকারি প্রেস ব্যবহার না করে এমন ব্যক্তি মালিকানাধীন প্রেসে ব্যালট ছাপানোয় নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসব অনিয়ম দেখে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এতে জনগণের মনে প্রশ্ন উঠছে—রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কি যৌথভাবে কোনো গভীর ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করছে, যার লক্ষ্য জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা?
বিএনপির এই মুখপাত্র বলেন, উগ্রবাদের উত্থান ঘটলে দেশের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে। যারা একসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারা কীভাবে আজ শিবির হয়ে যায়, তা ভাবার বিষয়।
তিনি বলেন, বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি এবং করবেও না। দেশবাসীকে এখন সজাগ থাকতে হবে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।