অনলাইন সংস্করণ
১৬:২৯, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি জানান, গত ১৯ আগস্ট সংগঠনের আহ্বায়কের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে হাসিবুল লিখেছেন, দায়িত্বকালীন সময়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ পরিচালনার চেষ্টা করেছেন। কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।
তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ তার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের জায়গা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পথে থেকে রাজপথের সংগ্রামে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাগছাসের প্যানেল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ার ঘোষণা দেন হাসিবুল। যদিও সংগঠনের ঘোষিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে তাকে মনোনীত করা হয়েছিল, তিনি শেষ মুহূর্তে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
হাসিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর নতুনভাবে গঠিত বাগছাসের ঢাবি শাখায় তিনি মুখ্য সংগঠকের দায়িত্ব পান।