অনলাইন সংস্করণ
১৯:২২, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে দলের নেতা-কর্মীদের সারাদেশের পুজামন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১৭সেপ্টেম্বর) হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আর কয়েকদিনের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে দূর্গাপুজা সফলভাবে উদযাপনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করছেন হিন্দু জনগোষ্ঠীর মানুষেরা।
একটি জাতিগোষ্ঠীর যেকোন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সব সম্প্রদায়ের মধ্যে আনন্দময় শুভেচ্ছাবোধে উদ্দীপ্ত করে। বাংলাদেশেও যুগ যুগ ধরে মহিমান্বিত মর্যাদায় শারদীয় দুর্গাপুজা উদযাপিত হয়ে আসছে।