ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সব দলের পরামর্শে সরকার গঠিত হলেও ব্যর্থতার দায় দেওয়া হয় এনসিপিকে: হাসনাত

সব দলের পরামর্শে সরকার গঠিত হলেও ব্যর্থতার দায় দেওয়া হয় এনসিপিকে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি পক্ষ অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার জন্য আমাদের ওপর দায় দিচ্ছে। অথচ সব দলের পরামর্শেই সরকার গঠন হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, ফ্যাসিবাদীদিদের বিরুদ্ধে আমাদের দলের অবস্থান স্পষ্ট। তবে এ বিষয়ে সহযোগী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পূর্ণ-সহযোগিতা পাওয়া যায়নি। এনসিপিকে অনেকটা একাই লড়তে হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে; তারা আরও শক্তিসঞ্চার করবে। মিডিয়া, মিলিটারির যে অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি।

এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে। গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।

অন্তর্বর্তী সরকার,এনসিপি,হাসনাত আব্দুল্লাহ,দায়,ব্যর্থতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত