অনলাইন সংস্করণ
২১:০১, ২২ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা-১৫ সংসদীয় আসনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করার মাধ্যমে দ্বীনের বিজয় তরান্বিত করতে নারী সমাজকে সর্বশক্তি নিয়োগ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজধানীর মিরপুরের গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্টের কনভেনশন হলে কাফরুল-মিরপুর জোন জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনের মহিলা রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা মহানগরী উত্তরের নেতৃবৃন্দ, জেলা ও থানা পর্যায়ের জামায়াত নেতারা এবং মহিলা জামায়াতের সকল পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইসলাম বিশ্বজনীন, চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলামে নারীর সম্মান, মর্যাদা ও অধিকারের স্বীকৃতি রয়েছে। মানব সভ্যতার উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা পবিত্র কোরআনের সূরা আল হুজুরাতের ১৩নং আয়াতে বলা হয়েছে। দ্বীন তথা ইসলামের প্রচার-প্রসারে নারীর ভূমিকা অপরিহার্য। তাই দেশ ও জাতির ক্রান্তিকালে নারীদের ঘরে বসে থাকা উচিত নয়; বরং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আশ্বস্ত করেন, আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনসহ সারাদেশে দাঁড়ি পাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে নারী আন্দোলনের জনশক্তিকে সর্বাত্মকভাবে কাজে লাগাতে হবে। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমীরে জামায়াত একজন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতা। তার নেতৃত্বে দেশ ও জাতি গর্বিত। তাই তার মর্যাদা রক্ষা ও নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সকলকে সর্বাত্মক ত্যাগে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের ঐতিহাসিক অর্জন। এ জন্য বহু ত্যাগ ও কোরবানী স্বীকার করতে হয়েছে। সেইজন্য বিপ্লবীদের যথাযথ সম্মান প্রদান করা উচিত এবং প্রস্তাবিত জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা প্রয়োজন।
এছাড়া জনগণ যেন আর ভোট চুরির প্রহসনের নির্বাচন মেনে না নেয়, সেজন্য পিআর পদ্ধতির নির্বাচন প্রবর্তনের মাধ্যমে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।