ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৯০৭ জন

চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৯০৭ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চূড়ান্তভাবে বৈধ প্রার্থী ৯০৭ জন। মনোনয়ন প্রত্যাহার ও বাতিলের কারণে বাদ পড়েছেন ২৪ জন। সোমবার বিকেলে চাকসু নির্বাচন কমিশনার ও সদস্যসচিব অধ্যাপক এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। রাতের মধ্যে প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থীর তালিকা।

কেন্দ্রে ৪১৪ প্রার্থী, হলে ৪৭২ জন চাকসু কেন্দ্রীয় সংসদে ২৬টি পদে লড়বেন ৪১৪ জন প্রার্থী। তাদের মধ্যে ১২টি প্যানেলে ২৫৯ জন এবং স্বতন্ত্রভাবে ১৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভিপি পদে ১৪ জন, জিএস পদে ১১ জন এবং এজিএস পদে ১১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

অন্যদিকে ১৪টি হলে প্রার্থী ৪৭২ জন। তাদের মধ্যে ছাত্র হলে ৩৪৯ ও ছাত্রী হলে ১২৩ জন। মনোনয়ন প্রত্যাহার করেছেন ছাত্র হলে সাতজন ও ছাত্রী হলে দু’জন।

মনোনয়ন প্রত্যাহার ও বাতিল কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, আবাসন সম্পাদক, মানবাধিকার সম্পাদক ও ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থী রয়েছেন।

হল সংসদে ৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে আলাওল হলে সহসভাপতি, রশিদ চৌধুরী হোস্টেলে সহসাধারণ সম্পাদক, শহীদ ফরহাদ হলে সহসভাপতি ও সাহিত্য সম্পাদক, শাহজালাল হলে সহসাধারণ সম্পাদক ও বিজ্ঞান সম্পাদক, অতীশ দীপঙ্কর হলে নির্বাহী সদস্য প্রার্থীরা রয়েছেন। ছাত্রী হলে বিজয়’২৪ হলে স্বাস্থ্য সম্পাদক এবং খালেদা জিয়া হলে সমাজসেবা সম্পাদক প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এ ছাড়া ত্রুটিপূর্ণ ফরমের কারণে কেন্দ্রীয় সংসদে ৪টি মনোনয়ন বাতিল হয়েছে।

পরীক্ষা স্থগিত চাকসু নির্বাচনের কারণে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন এসেছে। আগে এক সপ্তাহের পরীক্ষা স্থগিতের প্রস্তাব দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে শুধু ১৫ ও ১৬ অক্টোবরের পরীক্ষা স্থগিত থাকবে।

প্যানেল ও ভোট কেন্দ্রীয় সংসদে ১২টি এবং হল সংসদে দুটি প্যানেল ঘোষণা হয়েছে। ইসলামী ছাত্রশিবির ইতিমধ্যে ছাত্রদের সাতটি হলে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরাও মনোনয়ন জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এরপরই গণনা শুরু হবে।

চূড়ান্ত প্রার্থী,চাকসু,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত