অনলাইন সংস্করণ
২২:৫৭, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর নিকেতন থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নড়াইল ও ঢাকাসহ একাধিক মামলা রয়েছে। একই সঙ্গে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
আবা/এসআর/২৫