অনলাইন সংস্করণ
১২:৩৩, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য ও পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী আজ (২৭ সেপ্টেম্বর)।
এ উপলক্ষে শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়ায় তার গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ১১ অক্টোবর ‘হান্নান শাহ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তাঁর ছেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
উল্লেখ্য, আ.স.ম হান্নান শাহ ১৯৯১ ও ১৯৯৬ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৯ সালে দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।