ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডা. জাহিদ

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজব না ছড়ানোর অনুরোধ

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজব না ছড়ানোর অনুরোধ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ। একই সঙ্গে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ জানান, গত ২৭ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন। তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন। প্রধান উপদেষ্টা, সরকার, হাসপাতাল কর্তৃপক্ষসহ সবাই যথাসাধ্য সহায়তা দিচ্ছেন।

তিনি বলেন, আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতা ও দোয়ার কারণে হয়তো এবার আমরা তাকে আমাদের মাঝে ফিরে পাবো। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরুন। আমার দেয়া তথ্য ছাড়া অন্য কারো কথা প্রচার না করার জন্য দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, এ জন্য আমাদের সকল প্রস্তুতি আছে। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই আমরা তাকে বিদেশে নিয়ে যাবো।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং পূর্বের জটিলতাগুলিও আরও বেড়েছে।

খালেদা জিয়া,ডা. এ জেড এম জাহিদ,চিকিৎসা,বিএনপির চেয়ারপারসন,এভারকেয়ার হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত