ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল

বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বিকেলে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সাথে থাকবেন ইসি বিষয়ক কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ এবং মো. জকরিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

বৈঠকে নির্বাচনের অগ্রগতি, তফসিল, পোস্টাল ভোট এবং গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সিইসি,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত