ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে, সফরসঙ্গী ১৪ জন

খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে, সফরসঙ্গী ১৪ জন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নেয়া হবে। ইতোমধ্যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ৬ চিকিৎসকসহ মোট ১৪ জন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ১৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তালিকা অনুযায়ী, লন্ডন সফরে খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে থাকবেন তার পুত্রবধূ সায়দা শামীলা রহমান। সেই সঙ্গে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক ও চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান।

অন্যদিকে ৬ চিকিৎসক হলেন– ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

নিরাপত্তার অংশ হিসেবে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এছাড়া গৃহপরিচারিকা হিসেবে ফাতেমা বেগম ও রূপা শিকদারকেও সফরসঙ্গী হিসেবে তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আজ বৃহস্পতিবার মধ্যরাতে অথবা আগামীকাল শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়া,লন্ডন,বিএনপি চেয়ারপারসন,চিকিৎসা,যুক্তরাজ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত