অনলাইন সংস্করণ
১৯:৫৩, ০৪ ডিসেম্বর, ২০২৫বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আগামীকাল শুক্রবার সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন। তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, জুবাইদা রহমান লন্ডন থেকে দেশের জন্য সার্বিক সমন্বয় করছেন এবং খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়ার ব্যবস্থায় অংশগ্রহণ করবেন।
মাহদী আমিন বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করছেন। দেশবাসীর দোয়া, কূটনীতিকদের সহযোগিতা ও চিকিৎসকদের প্রচেষ্টায় খালেদা জিয়ার শারীরিক অগ্রগতি হয়েছে। উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে লন্ডনের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে মাহদী আমিন আরও লিখেছেন, চিকিৎসা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জুবাইদা রহমান। তিনি আজই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন যাতে কাল সকালে ঢাকা পৌঁছানোর পর খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে কাতারে নেওয়া যায়।
তবে জুবাইদা রহমানের আগমনের আগে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে গেছেন। এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান ও অন্যান্য চিকিৎসক।
তারেক রহমান লন্ডন থেকে পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন। এতে রয়েছে মেডিকেল বোর্ডের সঙ্গে নিয়মিত ব্রিফিং, লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি, এবং দেশে-বিদেশে প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা।
মাহদী আমিন পোস্টে উল্লেখ করেছেন, তারেক রহমান শুধু বিএনপির চেয়ারম্যান নয়; তিনি সন্তানের দায়িত্ববোধ, মাতৃস্নেহ ও দেশপ্রেমকে সমন্বয় করে কাজ করছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও মায়ের চিকিৎসা একসঙ্গে দেখাশোনা করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, খালেদা জিয়া লন্ডনে পৌঁছালে তার স্থানান্তর ও স্থানীয় ব্যবস্থাপনা সম্পন্ন করার পর শীঘ্রই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। মাহদী আমিন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, এই সময়ে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করতে।