অনলাইন সংস্করণ
১৭:৩৯, ০৫ ডিসেম্বর, ২০২৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে। কাতারের আমিরের পক্ষ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকার কাতার দূতাবাস।
শুক্রবার (৫ ডিসেম্বর) দূতাবাস জানায়, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল ৫টায় ঢাকায় এসে পৌঁছাবে। যদিও এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির কোম্পানির হলেও ভাড়া থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা করছে কাতার সরকার।
এর আগে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে পারেনি। ফলে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার নির্ধারিত পরিকল্পনা পিছিয়ে যায়।
বিএনপির মিডিয়া সেল দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না আসায় বেগম জিয়ার যাত্রার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
একই পেজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার পৌঁছাবে না; সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার ঢাকায় নামতে পারে।
তিনি আরও বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা যাত্রার জন্য উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে আগামী ৭ তারিখ (রোববার) তার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।