ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।

শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। দলের পক্ষ থেকে কাতারের কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছেন তিনি।

এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। তারা এখন সেইভাবে প্রস্তুত আছেন। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমন্ট করেছে।’

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে তিনি জানান, বিএনপি নয়, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেজমেন্ট করে দিচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে সবকিছু করা হচ্ছে। এখানে বিএনপির কিছু নেই।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো তিনি উড়োজাহাজে ভ্রমণের মতো স্থিতিশীল অবস্থায় পৌঁছাননি। সেই কারণেই লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে।

গত দু’দিন ধরে মেডিকেল বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে এবং এসব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করছে। শুক্রবার বোর্ডের দুটি বৈঠকে তার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রতিদিনই নিয়মিত বৈঠকে চিকিৎসকরা খালেদা জিয়ার অবস্থা মূল্যায়ন করছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও বোর্ডের একজন সদস্য। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি ঘিরে ডা. জুবাইদা শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন।

বেগম খালেদা জিয়া,মেডিকেল বোর্ড,এয়ার অ্যাম্বুলেন্স,বিএনপি চেয়ারপারসন,এনামুল হক চৌধুরী,লন্ডন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত