ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

‘খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম সমান গুরুত্বপূর্ণ’

‘খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম সমান গুরুত্বপূর্ণ’

নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো কলেজ ও সেন্ট জেভিয়ার্স স্কুলের উদ্যোগে ডন বস্কো দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার নেত্রকোনার দুর্গাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ।

তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে সমান গুরুত্বপূর্ণ। ডন বস্কোর আদর্শ মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিকতা ধারণ করলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল, মানবিক ও সৎ নাগরিক হিসাবে গড়ে উঠবে।

ড. শহীদুল্লাহ বিশেষভাবে পাহাড়ি উপজাতির শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রশংসা করেন এবং বলেন, দেশের সব শিক্ষার্থী, যে সম্প্রদায় বা পটভূমি থেকে আসুক না কেন, সমানভাবে সুযোগ পাবে। পাহাড়ি অঞ্চলের সন্তানরাও খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করতে পারবে।

অনুষ্ঠানে পাহাড়ি উপজাতি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে তাদের দক্ষতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়। একজন প্রতিনিধি বলেন, ‘আমরা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দিত। বড় মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পেরে আমরা গর্বিত বোধ করছি।’

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাবের পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন ও স্মরণীয়ভাবে সমাপ্ত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত