
রংপুরের পীরগঞ্জে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে ভূতাত্ত্বিক কূপ (জিডিএইচণ্ড৭৯/২০২৫) খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম। এ উপলক্ষে উপজেলার শানেরহাট ইউনিয়নের ভেলামারীতে কূপ খননকৃত স্থানে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধক ছাড়াও আরও বক্তব্য রাখেন- জিএসবির মহাপরিচালক আব্দুল মান্নান, উপ-মহাপরিচালক আলী আকবর, ভূতাত্ত্বিক দলপ্রধান আশরাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, উপ-মহাপরিচালক-১ (এক্সপ্লোরেশন চিফ) আলী আকবর, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি আরিফ মাহমুদ প্রমুখ।