ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের মতামত নেবে জামায়াত

দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের মতামত নেবে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এ উদ্যোগের কথা জানিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জামায়াতের ভেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ‘‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই, আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।—Dr. Shafiqur Rahman আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।’’

এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমকে জানান, খুব শিগগিরই দলটি একটি ওয়েবসাইট উদ্বোধন করবে। সেখানে জনগণ ইশতেহার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত জানাতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,ডা. শফিকুর রহমান,ইশতেহার,বাংলাদেশ জামায়াতে ইসলামী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত