অনলাইন সংস্করণ
১৩:৩৫, ১৩ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির ওপর হামলা ‘প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরী। সেই সঙ্গে, রাজনৈতিক বিতর্ক থাকবে, কিন্তু ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ওসমান হাদির উপর হামলা; প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখ, তারপর দিনই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর ওপরে হামলা হলো। হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার।
তিনি বলেন, রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি ঐক্য থাকে, তবে জাতীয়ভাবে এ-জাতীয় ঘটনা প্রতিরোধ করা সম্ভব। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলার ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের চেতনা হচ্ছে জুলাই–২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা। প্রত্যাশা, জনআকাঙ্ক্ষা এইটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো। জাতীয় ঐক্য হিসেবে আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে অুটট রাখবো। এই জায়গায় আমাদের কোন আপস নেই।
জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে দলটির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, চট্টগ্রামে হামলার পরে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে ব্যবস্থা নেয়নি। নিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না।
রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ অঙ্গীকারে বিএনপি এ ঘটনার সুষ্ঠু তদন্তে সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, কালকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে যে ঐক্যের ডাক দেয়া হয়েছে, সেখানে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সেখানে যাবে বিএনপি। হাদির পাশাপাশি আরও হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এ–জাতীয় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফ্যাসিবাদ মনে করে নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা।