ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

সকাল ৯টায় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে জামায়াত আমিরের উপস্থিতিতে আক্তারুজ্জামান সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবস্থানের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে আক্তারুজ্জামান জানান, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি বাকি জীবন উৎসর্গ করতে চান। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেন। পরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন আক্তারুজ্জামান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন।

এর আগে বিএনপির মনোনয়নে তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়ে গঠিত ছিল।

উল্লেখ্য, আখতরুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। তিনি স্পষ্টবাদী ও একরোখা স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। টকশোতে দলের বিরুদ্ধে যায়, এমন কথা বলে কেন্দ্রের রোষানলে পড়েন এবং প্রতিবারই দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী,বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান,ডা. শফিকুর রহমান,যোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত