অনলাইন সংস্করণ
১৩:৪০, ২০ ডিসেম্বর, ২০২৫
জানাজার জন্য জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স হৃদরোগ ইনস্টিটিউট ক্যাম্পাস ত্যাগ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ দলে দলে সেখানে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টা বাজার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সেখানে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ সহ বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।
জানা গেছে, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবারের পাশে তাকে সমাহিত করা হবে।