ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গানম্যান প্রস্তার প্রত্যাখ্যান করলেন নুর

গানম্যান প্রস্তার প্রত্যাখ্যান করলেন নুর

ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের দেওয়া গানম্যানের প্রস্তাব প্রত্যাখান করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ডাকসু হামলার ছয় বছর উপলক্ষে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে তিনি একথা জানান।

নুরুল হক নুর বলেন, যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী জনসম্মুখে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করছি।

নুর আরও বলেন, একক ব্যক্তিকে গানম্যান দিয়ে গোটা দেশকে নিরাপদ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ও নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না।

এছাড়া, গানম্যান প্রত্যাখ্যান করে নিজের ওপর কোনও ধরনের হামলা হলে তার দায় বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের নিতে হবে বলে কড়া হুঁশিয়ারী উচ্চারণ করেন ডাকসুর সাবেক এই ভিপি।

আবা/এসআর/২৫

গানম্যান,প্রত্যাখ্যান,নুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত